ব্রাজিলে শনাক্ত করোনার নতুন ধরণ বৃটেনে পৌঁছে গেছে

0

ব্রাজিলে ছড়িয়ে পরা করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে বৃটেনেও। দেশটির একজন শীর্ষ সংক্রমক বিশেষজ্ঞ বিবিসিকে এ কথা জানিয়েছেন। জিটুপি-ইউকে ন্যাশনাল ভাইরোলজি কনসোরটিয়ামের প্রধান প্রফেসর ওয়েন্ডি বারক্লে বলেন, ব্রাজিলে করোনাভাইরাসের দুটি স্ট্রেইন ছড়িয়ে পড়েছে। এরমধ্যে একটি বৃটেনে শনাক্ত হয়েছে। তবে অপরটি এখনো চিহ্নিত হয়নি। তবে এর আগে বৃটিশ পরিবহণ সেক্রেটারি গ্রান্ট শ্যাপস দাবি করেছিলেন, তিনি যতদূর জানেন তাতে বৃটেনে ব্রাজিলের স্ট্রেইনটি আসেনি। তার ওই দাবির পরেই বিবিসিকে ব্রাজিলীয় স্ট্রেইন থাকার কথা জানান প্রফেসর ওয়েন্ডি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com