শীতে ত্বকের উজ্জ্বলতা ফেরাবে চালের গুঁড়া

0

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় চালের গুঁড়া ব্যবহৃত হয়ে আসছে। এটি ত্বকে স্ক্রাবার হিসেবে কাজ করে। ত্বকের গভীর থেকে ময়লা দূর করতে পারে চালের গুঁড়া। শীতে ত্বক হয়ে পড়ে রুক্ষ্ম-শুষ্ক। তাই এ সময় ত্বকের প্রায়োজন বাড়তি যত্ন।

ত্বকের যত্নে ডিআইওয়াই ফেস প্যাকের বিকল্প নেই। শীতে ত্বককে হাইড্রেট রাখতে ব্যবহার করতে পারেন চালের গুঁড়া। জেনে নিন চালের গুঁড়া কীভাবে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করবেন-

jagonews24

>> চালের গুঁড়া ও হলুদ মিশিয়ে একটি ফ্যাসপ্যাক তৈরি করতে পারেন। এক চামচ চালের গুঁড়া, এক চামচ ফ্রেশ ক্রিম এবং এক চিমটি হলুদ গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখ এবং গলায় ব্যবহার করুন।

>> ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান, যা ত্বকের ময়লা দূর করে। ক্রিম ত্বককে আর্দ্র রাখে।

>> চালের গুঁড়া ও ডিম দিয়ে ফেসপ্যাক তৈরি করা যায়। এজন্য এক চামচ চালের গুঁড়া, একটি ডিমের সাদা অংশ এবং দুই থেকে তিন ফোঁটা গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিন।

>> মুখ ও গলায় ব্যবহারের পর ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের তৈলাক্ততা দূর করতে প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

>> ডিম ব্যবহার করে পিম্পল বা ব্রণ কমানো যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চালের ফেস প্যাক অনেকটাই কার্যকরী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com