সাঈদ খোকনকে গ্রেফতারের দাবি ভাড়াটিয়া পরিষদের

0

রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ দোকান ভাড়া দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে কোটি কোটি ঢাকা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বস্বান্ত করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতারের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

সোমবার (১১ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।

বিজ্ঞপ্তিতে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বলেন, ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশা বহির্ভূতভাবে ৯১১টি দোকান বানিয়ে নিরীহ দোকানদারদের কাছে লাখ লাখ টাকা নিয়ে তাদেরকে ভাড়া দিয়েছিলেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন। তার সঙ্গে জড়িত ছিলেন বিভিন্ন কাউন্সিলর ও সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সবার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তিনি আরও বলেন, অবৈধভাবে দোকান ভাড়া দেয়ার এই কর্মকাণ্ডে নিরীহ ভাড়াটিয়াদের কোনও দোষ নেই। তাহলে তারা কেন এখন এর ভুক্তভোগী হবেন? আমরা অবিলম্বে তাদের কাছে থেকে হাতিয়ে নেয়া অর্থ তাদেরকে ফেরত দেয়া ও পুনর্বাসনের দাবি জানাই। পাশাপাশি ভবিষ্যতে যাতে এহেন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com