টিকার খবরে ‘সুড়ঙ্গের শেষে আলো’ দেখছেন ডব্লিউএইচও প্রধান

0

নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন আসায় সুড়ঙ্গের শেষে আলোর রেখা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

গেব্রিয়েসুস বলেছেন, ‘বিজ্ঞানীদের এই প্রচেষ্টা মহামারী জয় করার স্বপ্নের শুরু।’

ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি তাদের তৃতীয় ধাপের ট্রায়ালে সফলতা পাওয়ার দাবি করেছে। ভ্যাকসিনগুলো এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

রাশিয়া ইতিমধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকা প্রয়োগ শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিজেদের বানানো স্পুটনিক ভি টিকার মাধ্যমে শনিবার রাজধানী মস্কোতে এ কর্মসূচি শুরু করে দেশটি।

প্রথম দিন ৭০টি ক্লিনিকে স্পুটনিক ভি এর ডোজ দেয়া হচ্ছে বলে মস্কোর করোনা টাস্ক ফোর্স জানায়।

শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মী। কারণ রোগটির সংস্পর্শে আসার বেশি ঝুঁকি নিয়েছিলেন তারা।

টিকাটির নির্মাতারা বলছেন, এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে না। তবে এখনো টিকাটির গণ-পরীক্ষার কার্যক্রম শেষ হয়নি।

ব্রিটেনও টিকার অনুমোদন দিয়েছে। কয়েক দিনের ভেতর তাদের দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com