করোনার তাণ্ডব চলছেই, বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা সোয়া ১৫ লাখ

0

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখেরও বেশি।

দিনে সবচেয়ে বেশি সংক্রমণ আর মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শুক্রবার মারা গেছে আড়াই হাজার মানুষ। মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার। সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ২লাখের বেশি মানুষের শরীরে।দ্বিতীয় সর্বোচ্চ ৮ শতাধিক মৃত্যু হয়েছে ইতালিতে। এছাড়া ৫ শতাধিক করে মানুষ মারা গেছে ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, পোল্যান্ড, মেক্সিকোতে।

ভারতে এদিন মৃত্যু হয়েছে আরও প্রায় ৫শ’ মানুষের। এ নিয়ে কোভিড-১৯ এ গেল ১১ মাসে বিশ্বে মৃত্যুবরণ করেছে ১৫ লাখ ২৫ হাজারের মতো মানুষ। মোট রোগী শনাক্ত হয়েছে ৬ কোটি ৬২ লাখের বেশি মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com