প্যারাসুট ছাড়াই স্কাইডাইভে অংশ নিলো রাশিয়া ও পাকিস্তানের কমান্ডোরা

0

মৈত্রী-২০২০ নামে যৌথ সমরিক মহড়ায় পাকিস্তান ও রাশিয়ার কমান্ডারা গত সপ্তাহে একটি অনন্য এয়ারবোর্ন অ্যাসল্ট ট্রেনিং এক্সারসাইজে অংশ নিয়েছে। এই মহড়ার অনন্য দিকটি হলো প্যারাসুট ব্যবহার ছাড়াই প্যারাট্রুপারদের শূন্যে ঝাপ দেওয়া। তারা ফাস্ট-রোপ কৌশল ব্যবহার করে হেলিকপ্টার থেকে ঝাপ দেয় এবং ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থান করে হেলিকপ্টার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিৃবতিতে জানায়, রাশিয়া ও পাকিস্তানের সেনারা দেশীয়ভাবে তৈরি হেলিকপ্টার থেকে প্যারাসুট ছাড়া লাফ দেওয়ার কৌশল অনুশীলন করেছে।

এই মহড়ায় ১৫০ সেনা অংশ নেয়। এদের মধ্যে ছিলো রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ৪৯তম কমাইন্ড আর্মস আর্মির স্পেশাল অপারেশন্স কোম্পানি ও পাকিস্তানের স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরা। পাকিস্তানের তারবেলায় স্পেশাল অপারেশন্স টেনিং গ্রাউন্ডে এই মহড়া চালানো হয়।

রাশিয়ার তৈরি এমআই-৮ হেলিকপ্টার ২০ মিটার উচ্চতায় অবস্থান করে। সেখানে থেকে কমান্ডোরা বিশেষ রশি ব্যবহার করে লাফ দেয়।

সূত্র: ন্যাশনাল ইন্টারেস্ট

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com