বিএনপি প্রার্থীর কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ছুটছে ভোটাররা

0

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরার ৮ নম্বর সেক্টরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ভোটকেন্দ্রে টানা ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আরও বেশ কয়েকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। 

ককটেল বিস্ফোরণের সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এরইমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। 

এ বিষয়ে ওই ভোটকেন্দ্রের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম কোনও মন্তব্য করেননি। 

তবে সেখানে দায়িত্বরত আরেক পুলিশ কর্মকর্তা আলিম জানিয়েছেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না। পাশের ভবন থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এদিন সকাল ১০টার দিকে মালেকা বানু উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে ভোট দেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com