তুরস্কের জন্য তৈরি এফ-৩৫ গ্রিসকে দিয়ে দিচ্ছে আমেরিকা

0

রাশিয়া থেকে ভয়ঙ্কর এস-৪০০ ক্রয় করায় পূর্ব ভূমধ্যসাগরে আঙ্কারা ও অ্যাথেন্স এর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের জন্য তৈনি এফ-৩৫ গ্রিসের কাছে বিক্রি করছে আমেরিকা। মূলত, তুরস্কের জন্য তৈরি করা হয়েছিল অত্যাধুনিক এসব এফ-৩৫ যুদ্ধবিমান।

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বেশ কিছু ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়েছে। এ কারণেই তুরস্কের কাছে আর এফ-৩৫ বিক্রি করতে চাচ্ছে না আমেরিকা। তবে তুরস্কই ওই এফ-৩৫ যুদ্ধবিমান অর্ডার করেছিল প্রথমে।

এখন তুরস্ককে না দেয়ায় সেগুলো কিনছে গ্রিস। রাশিয়ার থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে তুরস্ককে একাধিকবার বারণ করেছিল আমেরিকা। তবে দেশটির রজব তাইয়েব এরদোগান প্রশাসন এস-৪০০ কিনতে মনস্থির করে ফেলে। আমেরিকা এ কারণে তুরস্কের ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয়।

জানা যায়, সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর গ্রিস সফরের সময় ২০টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরমধ্যে ৬টি আসবে ২০২২ সালে। এছাড়া, গ্রিস ও আমেরিকার মধ্যে থাকা নিরাপত্তা চুক্তিও ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com