ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা সম্পন্ন

0

সাবেক অ্যাটর্নি জেনারেল ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে তার জানাজা হয়।

জানাজায় ইমামতি করেন আদ-দ্বীন জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুল ইসলাম।

ব্যারিস্টার রফিক আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ছিলেন।   

বাদ জোহর প্রবীণ এই আইনজীবীর দ্বিতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় তার কর্মস্থল সুপ্রিমকোর্টে হবে তৃতীয় জানাজা। 

সুপ্রিমকোর্টে জানাজা শেষে বনানী কবরস্থানে ব্যারিস্টার রফিক-উল হককে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ব্যারিস্টার রফিক-উল হক শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com