রাষ্ট্রীয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন অলি আহাদ

0

সবসময় রাষ্ট্রীয় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন অলি আহাদ। শাসকের অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অন্তত ১৭ বার জেল খেটেছেন, তবু আপস করেননি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক অলি আহাদের ৮ম মৃত্যুবার্ষিকীতে অলি আহাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে সকল সামরিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ভূমিকার কারণেও তিনি নিগৃহীত হয়েছেন বার বার। শাসকদের দুর্নীতি-দুবৃত্তায়ন, স্বজনপ্রীতির বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সসময়ই সোচ্চার। এখানে তিনি কোনো আপস করেননি। বাক ও ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে পরিচালিত সব সংগ্রামে অকুতোভয় এই লড়াকু জননায়ক আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ভাষা বীর অলি আহাদ ছিলেন এক বিরল নেতৃত্ব। তিনি একই সঙ্গে যেমন আপসহীন তেমনি দৃঢ়চিত্তের মানুষ ছিলেন। অলি আহাদ শুধু একটি নাম নয়, অলি আহাদ একটি সংগ্রামের নাম, সংগ্রামী ইতিহাসের একটি অনন্য অভিধান।

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ভাষা সৈনিক অলি আহাদ আমাদের জাতীয় জীবনের অহঙ্কার। তার জীবন আমাদের অধিকার আদায়ের, গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। জাতীয় ঐক্যের স্বার্থেই তাকে স্মরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, খাসখবর সম্পাদক মারুফ সরকার প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com