ঘুম না হওয়ার দায় কি শুধুই ঘুমের!

0

‘নির্ঘুম একটি রাত কাটার পর শুভ সকাল’, প্রায় প্রতিদিনিই সোশ্যাল মিডিয়ায় অনেকেই এভাবে ঘুম না হওয়ার কথা জানান। কিছুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না, ঘুমাতে গেলেই মনে হয় ঘুমাতে পারবেন না? 

আমরা জানি ঘুম আমাদের জন্য কত বেশি প্রয়োজন।

সম্প্রতি সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে এসেছে, মস্তিষ্ক সুস্থ রাখতে রাতে পর্যাপ্ত ঘুম খুবই দরকারি। ওই গবেষণায় দেখা গেছে, এক রাত ঘুমহীন কাটলেই মস্তিষ্কের টিস্যুতে ক্ষয় ধরে।

কিন্তু এই ঘুম না হওয়ার জন্য ঘুমকে দায়ি না করে নিজে ঘুমানোর জন্য কি করছেন এই হিসাব করুন। ঘুম ভালো হওয়ার জন্য যা করবেন: 

  • অনেকেই ঘুমের আগে চা কফি পান করেন। কিন্তু ক্যাফিন ঘুম না হওয়ার জন্য যথেষ্ট। এজন্য সন্ধ্যার পর থেকে চা-কফি পান করা যাবে না
  • ধূমপান সরাসরি শ্বাসযন্ত্রের ক্ষতি করে। শুধু তাই নয়, ধূমপান করলে ঘুমেরও ক্ষতি হয়
  • ফ্যাটজাতীয় বা যেকোনো খাবার অতিরিক্ত খেলে ঘুমের ওপর প্রভাব পড়ে 
  • ভৌতিক বা অ্যাডভেঞ্চার ছবি দেখলেও ঘুমের সমস্যা হতে পারে 
  • ঘুমাতে যাওয়ার সময় প্রিয় স্মার্টফোনটি বিছানায় নেবেন না
  • রাত ১০টা / ১১টার মধ্যেই ঘুমোতে যান। এসময় বিছানায় গেলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা বেশি থাকে 
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে কখনোই ভাববেন না যে ঘুম আসবে না।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com