পুলিশের ডিসি সাজ্জাদুর রহমানকে নিয়ে প্রশ্ন তুললেন ভিপি নুর

0

ঢাকার রমনা জোনের পুলিশের ডিসি সাজ্জাদুর রহমানকে নিয়ে প্রশ্ন তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।  তিনি বলেন, ‘পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার আচরণ এমন আক্রমণত্নাক হয় কিভাবে? প্রমোশন পেতে নজরে আসতে, নাকি কোন অপশক্তির স্বার্থে?’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সাবেক ভিপি তার ব্যক্তিগত ফেসবুকে পেইজে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ তুলেন। 

নুরুল হক নুর বলেন, ‘গত ২১ সেপ্টম্বর শাহবাগে আমরা শান্তিপূর্ণ মিছিল শেষে হেঁটে আসছিলাম।  মৎস্য ভবন মোড়ে আসলে শাহবাগ থেকে আমাদের পিছনে পিছনে আসা পুলিশ এবং মৎস্য ভবন মোড়ে আগে থেকে রেডি থাকা পুলিশ এবং সিভিলে থাকা কিছু লোক কোন কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর কাঠের টুকরা, রড, হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়। এমনকি পুলিশের কয়েকজনের হাতে চাকু, পিনও দেখা যায়। ’ 

‘হামলার আগে মিছিলটি দাঁড় করালে আমাদের কয়েকজন নেতা-কর্মীরা রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমানের সাথে কথা বলতে যায়।  তখন পুলিশের এই কর্মকতা তার অধীনস্তদের বলে ভিপি হইছে তো কি হয়েছে, শালা জঙ্গি, জামায়াত-শিবিরগুলোরে পিঠা। ’

সাবেক এ ডাকসু ভিপি বলেন, ‘২০১৮ সাল থেকে তো প্রায় প্রায়ই আন্দোলন-সংগ্রাম করে আসছি।  কিন্তু এই ডিসি সাজ্জাদুর রহমানের মতো উগ্র পুলিশ অফিসার কখনো দেখি নাই।  এই সাজ্জাদেরকে কি তাহলে ভিপি নুর ও তার সংগঠণের নেতা-কর্মীদেরকে দমাতে বিশেষ কারো সুপারিশে আনা হয়েছে?’

প্রসঙ্গত, গত ২১ এবং ২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ৬ নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ ও কোতোয়ালী দুই থানায় দুটি অভিযোগ দায়ের করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com