আলোচনার মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগর নিয়ে বিরোধ মেটানো সম্ভব: তুর্কি প্রেসিডেন্ট

0

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর নিয়ে বিরোধ আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তিনি জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেছেন।

তিনি আরও বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে আলোচনার মাধ্যমেই বিরোধের মীমাংসা হবে।

এরদোগান বলেন, ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই ন্যায়সঙ্গত আচরণ করতে হবে এবং যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে।

তুরস্ক নিজের অধিকার রক্ষার বিষয়ে দৃঢ়সংকল্প বলেও তিনি উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জাতীয় স্বার্থ রক্ষার নীতি বাস্তবায়নের কাজ এগিয়ে নেবে আঙ্কারা।

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দিয়েছে।

১৯৭০ সালের পর থেকে এ পর্যন্ত দুই দেশ নানা ইস্যুতে এ পর্যন্ত তিনবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com