ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড করছে ভারতীয় টিভি; অনুষ্ঠান বন্ধের নির্দেশ আদালতের

0

ভারতীয় সংবিধানের ফ্রিডম অফ স্পিচের সুযোগ নিয়ে কোনো সংবাদমাধ্যম এক শ্রেণীর মানুষের আবেগ, অনুভূতি ক্ষুন্ন করতে পারে না। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, ইন্দু মালহোত্রা ও কে এম জোসেফের তিন সদস্যের একটি বেঞ্চ এই রায় দিয়েছেন। ল্যান্ডমার্ক এই রায়ে তারা ইসলাম বিদ্বেষী সুদর্শন টিভিতে প্রচারিত বিন্দাস বোল অনুষ্ঠানটিও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্ট এই প্রথম একটি টিভি শো বন্ধ রাখার নির্দেশ দিল। জনস্বার্থের এই মামলাটির শুনানি ফের বৃহস্পতিবার হবে।

বিন্দাস বোল অনুষ্ঠানটিতে কটাক্ষ করে বলা হয়েছিল, মুসলিমরা ভারতে সিভিল সার্ভিসে অনুপ্রবেশ করছে। জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সিভিল সার্ভিস পরীক্ষায় বাড়তি সুবিধা পাচ্ছে।

তিন সদস্যের বিচারপতিদের বেঞ্চ বলেছেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। দেশের সংস্কৃতি, কৃষ্টি, অনুভূতির সম্পূর্ণ বিপরীত এই সুদর্শন টিভির অনুষ্ঠান। কোনো সম্প্রদায়কে আঘাত করার এবং তাদের আবেগকে আহত করার অধিকার সংবাদমাধ্যমের নেই। তাই তারা দশ এপিসোড-এর বিন্দাস বোল অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দিচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com