ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: আব্বাস

0

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, কেবল দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েল সরে গেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে।

ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর এএফপি’র।

হোয়াইট হাউসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে আব্বাস বলেন, ‘ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না।’

ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর চুক্তি সইয়ের বিষয়ে তিনি আরও বলেন, তাদের এ কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করে ফিলিস্তিনিরা এর নিন্দা জানায়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আমিরাতের চুক্তি সই হয়।

ঐতিহাসিক এই চুক্তিকে ‘নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয়’ বলে প্রশংসা করেছেন ট্রাম্প। অন্যদিকে আরবদের এই চুক্তিকে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে।

পরে ট্রাম্প আরও বলেন, সৌদি আরব তেল আবিবের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দ্বারপ্রান্তে বলে তিনি বিশ্বাস করেন। দেশটি ‘সঠিক সময়ে’ সেটা করবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com