ট্রাম্প-বাইডেনের প্রচারণায় হস্তক্ষেপের অভিযোগ নাকচ রাশিয়া চীন ও ইরানের

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের নির্বাচনি প্রচারণায় সাইবার হামলার অভিযোগ নাকচ করেছে রাশিয়া, চীন এবং ইরান।

সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন অভিযোগ করেছিল, দুই প্রার্থীর নির্বাচনি প্রচারণা সংস্থার সঙ্গে যুক্ত সাইটে তিন দেশের হ্যাকাররা হামলার ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন।

মস্কোতে যৌথ সংবাদ সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেন। এদিকে ইরানও একইভাবে জানিয়েছে, তারা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের কোনো চেষ্টা করছেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com