পাকিস্তান ও চীনের যৌথ হামলার আশঙ্কা করছে ভারত

0

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, লাদাখে চলমান চীন-ভারত উত্তেজনার সুযোগ নিতে পারে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে তিনি বেইজিং-ইসলামাবাদ যৌথ পদক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারত-মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত এক সেমিনারে তিনি চীন-পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার আশঙ্কা প্রকাশ করেন।

ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের ‘সমন্বিত পদক্ষেপের’ আশঙ্কা প্রকাশ করেন বিপিন রাওয়াত। তিনি বলেন, দুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা। এই সংক্রান্ত রণনীতি কি হবে তারও একটা উপায় বললেন বিপিন। তার উপায় মতে, চীন-পাকিস্তানের হামলার বিরুদ্ধে প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে।

বিপিন রাওয়াতের মতে, উত্তর সীমান্তে যদি কোনও হুমকি তৈরি হয়, পাকিস্তান তার সুযোগ নিতে পারে এবং আমোদের জন্য সংকট সৃষ্টি করতে পারে। তবে আমরা প্রস্তুত রয়েছি, যেন পাকিস্তান কোনভাবেই এমন অপতৎপরতা না চালাতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com