যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলাটাই হাস্যকর: ইরান

0

বিভিন্ন বিষয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি-ধমকি ও রেষারেষি চলছেই। এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়দ আব্বাস মুসাভি পরমাণু অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেন। মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র যেখানে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে বোমা হামলাকারী ছিল, তারাই এখন পরমাণু অস্ত্র ধ্বংসের কথা বলছে। 

তিনি অভিযোগ করেন, বিশ্বে কেউ পরমাণু অস্ত্র দিয়ে বোমা হামলা চালায়নি। কিন্তু আমেরিকা একবার নয় বরং দু’বার এমন বোমা হামলা করেছে। সেই মার্কিন সরকার গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলায়, সেটা এখন হাস্যকর লাগছে।

সাইয়দ আব্বাস সম্প্রতি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলেন, হিরোশিমা ও নাগাসাকির লোকজনের মনে এখনও মার্কিন অ্যাটম বোমা হামলার স্মৃতি আতঙ্ক রয়ে গেছে।

এর আগে ইরানের‌ বিদেশমন্ত্রী মোহম্মদ জাওয়াদ জারিফ জাপানের উপর মার্কিন পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকীতে উপলক্ষে মন্তব্য করেন, আমেরিকা ও ইসরাইলের পরমাণু অস্ত্র তাদের অঞ্চলের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com