মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের দাবি, কী বলছে ইরান?

0

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ প্রসঙ্গে বলেছেন, “মার্কিন কর্মকর্তাদের এই দাবি হাস্যকর। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল, গোষ্ঠী ও ব্যক্তির বিষয়ে ইরানের খুব একটা আগ্রহ নেই। ইরান সব সময় দেশটির আচার-আচরণ, দৃষ্টিভঙ্গী, কাজ-কর্ম ও প্রতিক্রিয়ার দিকে নজর রাখে এবং সেগুলোকে গুরুত্ব দেয়।”

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করার পর তিনি এসব কথা বললেন। মাইক পম্পেও অবশ্য তার দাবির পক্ষে কোন তথ্য বা দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

সম্প্রতি মাইক পম্পেও এক সাক্ষাৎকারে দাবি করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে নিজেদের অনুকূলে বদলে দেয়ার জন্য ইরান, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া চেষ্টা শুরু করেছে।

ওয়াশিংটন এ প্রচেষ্টা প্রতিহত করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। পম্পেওসহ আরো কিছু শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা এর আগেও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার জন্য ইরান, চীন ও রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com