‘মোদী জিন্দাবাদ’ না বলায় ভারতে মুসলিম রিকশাচালককে মারধর

0

ভারতে ‘মোদী জিন্দাবাদ’ না বলায় একজন মুসলিম রিকশাচালককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে দুই কট্টরপন্থী হিন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আনাদোলু এজেন্সি’র।

শনিবার (৮ আগষ্ট) উত্তর ভারতের রাজস্থান প্রদেশে এ ঘটনা ঘটেছে। আহত রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ৫২ বছর বয়সী গাফফার আহমেদ কাচাওয়া শুক্রবার দুপুরে সিকর শহরের সদর থানায় এসে পুলিশের কাছে এ মর্মে অভিযোগ দায়ের করেন যে, দুই হিন্দু লোক তাকে জোর করে ‘মোদী জিন্দাবাদ’ বলানোর চেষ্টা করেছে ও মারধর করেছে।

অভিযোগ দায়েরের সময় রিকশাচালক পুলিশকে বলেন, নিকটবর্তী গ্রামে গিয়ে আমার রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর দু’জন অজানা লোক এসে আমাকে থামায়। এরপর তারা আমাকে ‘মোদী জিন্দাবাদ’ স্লোগান দিতে বলে।

যখন আমি এ স্লেগান দিতে রাজি হইনি তখন তারা আমার দাড়ি ধরে টান মারে ও আমার দাঁতে খোঁচা মারে। এবং তারা আমাকে পাকিস্তান চলে যেতে বলে।”

পরে গাফফার আহমেদের অভিযোগের প্রেক্ষিতে শম্ভুযায়া জাট ও রাজেন্দ্র জাটকে নামে ওই দুই হিন্দুকে গ্রেপ্তার করে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ পুষ্পেন্দ্র সিং বলেন, “মুসলিম রিকশাচালককে লাঞ্ছনার সাথে জড়িত দুই আসামি ওই ঘটনার সময় মদ পান করছিলো।”

প্রসঙ্গত, ইদানীংকালে ভারতে প্রায়ই মুসলিমদের উপর হামলার ঘটনা ঘটেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com