ঈদে করোনা সংক্রমণ কমাবেন যেভাবে

0

অন্য বছরের চেয়ে এবারের ঈদুল ফিতর সঙ্গত কারণেই আলাদা। করোনাভাইরাসের আক্রমণে আতঙ্ক আর হতাশায় নিমজ্জিত এবারের ঈদ। তবুও সংক্রমণের শঙ্কা ও আতঙ্ক নিয়েই ঈদযাত্রায় নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ। অনেকে আবার রয়ে গেছেন স্ব স্ব অবস্থানে।

যে যেখানেই থাকুন, যেভাবেই থাকুন- আপাতত ঈদে করোনা সংক্রমণের ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে। তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। জেনে নিন ঈদে করোনা সংক্রমণ কমাতে যে কাজগুলো করবেন-

eid-in.jpg

১. নিজের আপনজনের সাথে নিজের ঘরেই সময় কাটান।
২. একান্ত দরকার ছাড়া ঘর থেকে বের হবেন না।
৩. বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন।
৪. সামাজিক দূরত্ব বজায় রাখুন।
৫. বারবার দুই হাত পরিষ্কার করুন।
৬. কম মানুষের সান্নিধ্যে যাবেন।
৭. খোলা জায়গায় থাকুন।
৮. বদ্ধ জায়গা পরিহার করুন।
৯. বাইরে বের হলে সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলুন।
১০. বাইরে বের হলে পারতপক্ষে একা একা হাঁটুন।
১১. অন্যের সাথে সীমিত আলাপ করুন।
১২. করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন।
১৩. খাবার বা পানীয় ভাগাভাগি করে খাওয়া থেকে বিরত থাকুন।
১৪. বাচ্চাদের অন্যের খেলনা ব্যবহার করতে দেবেন না।
১৫. পারতপক্ষে বাইরে সমাবেশ করবেন না।
১৬. আপাতত ঘরে লোকজন দাওয়াত করা বন্ধ রাখুন।
১৭. ঈদ উপলক্ষে সব ধরনের আচার-অনুষ্ঠান থেকে বিরত থাকুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com