জাতীয়তাবাদী দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা সরফরাজ সরফু

0

আরিফ মাহফুজ (চীফ রিপোর্টার): অদৃশ্য ঘাতক করোনা গ্রাস করে রেখেছ পুরো পৃথিবীকে। গৃহবন্দী হয়ে হতাশায় দিন কাটছে মানুষের । দরিদ্র দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পরিস্থিতির স্বীকার হয়ে আজ সর্বস্থরের মানুষ কিংকর্তব্যবিমুঢ়। কর্মহীন মানুষের কন্ঠে হাহাকার। এই প্রতিকূল পরিস্থিতিন মধ্যেই আসছে করোনা ঘেরা ঈদুল ফিতর। দেশের মানুষের এই বিপদ সংকুল বৈরী পরিবেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রবাসী নেতারা । যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী দেশের এই সময়ে নিয়মিত খাদ্য সাকগ্রী উপহার দিয়ে যাচ্ছেন। যা মুল নির্দেশনায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদে জাতীয়তাবাদী দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মুখে হাসি ফোঁটাতে শ্রীমঙ্গলে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা সরফরাজ আহমেদ সরফু।

সরফরাজ সরফূ বলেন, দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে জনাব তারেক রহমান সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যার যার সামর্থমত সহযোগীতার হাত বাড়িয়ে দিতে। তাই তারা চেষ্টা করছেন দেশের মানুষের পাশে দাঁড়াতে। শুধু তাই নয় বর্তমান পরিস্থিতিতে সকল সামর্থ্যবান মানুষদেরই দেশের অসহায় মানুষের পাশে এবং জাতীয়তাবাদী দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সাহায্যের হাত বাড়ানো উচিত বলে মনে করেন।

সরফরাজ সরফুর সার্বিক সহযোগীতায় ঈদ উপহার সামগ্রী বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন ।এম. এ. ইদ্রিছ আলী প্রচার সম্পাদক মৌলভীবাজার জেলা বি. এন.পি,সরফরাজ আলী বাবুল সদস্য মৌলভীবাজার জেলা বি. এন.পি। , নিয়ামুল হক তরফদার সহ সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীমঙল উপজেলা ছাত্র দল, জাহান আহমদ সহ সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল, মীর এম.এ. সালাম সাবেক সভাপতি শ্রীমঙল পৌর যুবদল ,সাইফুর রহমান শিপু যুগ্ম আহ্বায়ক শ্রীমঙল উপজেলা ছাত্র দল,ইয়াসিন আরাফাত রবিন সাবেক সাধারণ সম্পাদক শ্রীমঙল পৌর ছাত্র দল , সামী মাহমুদ চৌধুরী সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শ্রীমঙল পৌর ছাত্র দল, লুপ্পা আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীমঙল সরকারি কলেজ ছাত্র দল, সাবেক ছাত্র নেতা নজরুল আহমেদ, নাছির আহমেদ, শাহিন আহমেদ, নাঈম আহমেদ ও আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com